রম্য
গরম গরম বাংলা সিনেমার সংলাপ
গরমে অতিষ্ঠ বাংলাদেশের আপামর জনসাধারণ। এই গরমে বাতাসের ব্যবস্থা করতে না পারলেও, হাসির ব্যবস্থা করেছে হাস্যরস। প্রিয় পাঠক, আসুন বাংলা সিনেমার পুরোনো দিনের সংলাপগুলো যদি গরম নিয়ে হয়, তাহলে কেমন হয় দেখে নিই।
এক.
তোর মতো রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিব না।
চৌধুরী সাহেব, আমি রাস্তার ছেলে নই। গরমে বাসায় থাকতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছি।
দুই.
শয়তান, তুই আমার এসির বাতাস পাবি, কিন্তু হাত পাখার বাতাস পাবি না।
তিন.
বাঁচাও। বাঁচাও। বন্ধ কর ফ্যান। তোর ঘরে কি হাত পাখা নেই?
চার.
রাজু, ওঠ, ওঠ। ফ্যানের বাতাস বন্ধ করে তোর পিতৃ হত্যার প্রতিশোধ নে।
পাঁচ.
সুন্দরী, এইখানে তোমাকে কেউ গরমের হাত থেকে বাঁচাতে আসবে না।
ছয়.
রাজা ভাইয়া, বিশুর লোকজন প্রিয় ম্যাডামের রুমের ফ্যান বন্ধ করে দিছে
নায়ক : বিশুউউউউউ……
সাত.
ডাক্তার : ধন্যবাদ আমাকে না, ওই ভদ্রলোককে দিন। সময় মতো উনি এসি না ছাড়লে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।
আপনাকে কী বলে যে ধন্যবাদ দেব!