রম্য
বিরুশকার হানিমুন নিয়ে যা বললেন মজনু মিয়া
যখন একদিকে চলছে বিরাট কোহলি আর আনুশকার বিয়ের হানিমুন নিয়ে জল্পনা কল্পনা, আর অন্যদিকে হানিমুনের ছবি আপলোড দিয়ে আলোচনায় আসলেন নবদম্পতি ভারতীয় সাবেক বলার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে। তাঁদের এ হানিমুন নিয়ে কথা বলতে আজ হাস্যরস স্টুডিওতে আছেন স্বঘোষিত হানিমুন বিশ্লেষক মজনু মিয়া।
হাস্যরস : আচ্ছা রাজনৈতিক বিশ্লেষক শুনেছি, অর্থনৈতিক বিশ্লেষক শুনেছি কিন্তু হানিমুন বিশ্লেষক এই প্রথম শুনলাম। এর কারণ?
মজনু মিয়া : অনেক দিন থেকেই চ্যানেলগুলোর টকশোতে আসবার খুব ইচ্ছে আমার। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তাই নিজেকে হানিমুন বিশ্লেষক হিসেবে উপস্থাপন করছি। অবশ্য চার বছর ভার্সিটি জীবনে প্রায় ২৬ জন বন্ধুর পালিয়ে বিয়েতে প্রত্যক্ষ সহযোগিতা করেছি! সেই হিসেবে বলতে গেলে হানিমুনের সময়সূচি আগাগোড়া সবই আমার জানা আছে। আর তা ছাড়া...
হাস্যরস : থামেন থামেন ভাই। নিজের সম্পর্কে বলা একধরনের মার্কেটিং শুনেছি তবে... (মনে মনে চাঁপাবাজি করা ঠিক নয়)। যাই হোক, আপনার কী মনে হয় বিরাট-আনুশকা এখন কোথায় হানিমুন করছেন?
মজনু মিয়া : অনেকেই তাদের ইন্সটাগ্রামের ছবি দেখে ধারণা করেছেন তাঁরা ইউরোপের কোনো বরফের দেশে রয়েছেন। তবে আমার মনে হয় বিরাট কোহলি যেমন কিপ্টেমি করে, ভারত থেকে এতদূর গিয়ে বিয়ে করেছেন, আর অন্যদিকে ২১ ডিসেম্বর তিনি তাঁর কাছের নবদম্পতিদের দাওয়াত করেছেন ইতালিতে সে হিসেবে আমার মনে হয় না তিনি এত খরচ করে অন্য কোনো দেশে গিয়েছেন।
হাস্যরস : তাহলে তাদের ছবির পেছনের তুষার বৃষ্টি?
মজনু মিয়া : ওটা আনুশকার পরিচিত কোনো সিনেমা স্টুডিওতে তোলা হতে পারে। ইটস্ সিম্পল!
হাস্যরস : আর জহির খান ও সাগরিকা ঘাটগের হানিমুন সম্পর্কে কিছু বলার আছে?
মজনু মিয়া : আমার মতে এসব নিজেদের আলোচনায় আনবার ধান্ধা। দেখুন জহির হলো সাবেক বোলার, অন্যদিকে ‘চাক দে ইন্ডিয়া’র পর সফল কোনো ছবিতে সাগরিকাকে দেখা যায়নি। তাই বিভিন্ন স্টাইলে হানিমুনের ছবি তুলে নিজেদের জানান দিচ্ছেন। কিন্তু এরপরেও মালদ্বীপের ওই রিসোর্টে তাঁদের কোনো ফ্যানের দেখা মেলেনি।
হাস্যরস : এবারে বুঝলাম কেন আপনি এতদিন ধরে চেষ্টা করেও কোনোও টকশোতে চান্স পেলেন না।
মজনু মিয়া : মানে?
হাস্যরস : কিছু না। ধন্যবাদ। লাইলি আপাকে আমার সালাম দেবেন।