রম্য
হিরো অব দ্য ইয়ার-হিরো আলম
বিশ্বের প্রভাবশালী পত্রপত্রিকা, ম্যাগাজিন তাঁদের দৃষ্টিতে প্রকাশ করতেছে আলোচিত হিরো অব দ্য ইয়ারের নাম। বাংলাদেশে যেহেতু স্বঘোষিত প্রভাবশালী হাস্যরস, তাই আমরাও প্রকাশ করেছি হিরো অব দ্য ইয়ার হিসেবে হিরো আলমের নাম। প্রিয় পাঠক, আসুন বছরের শেষ হিরো আলম ধামাকা থুক্কু কাল্পনিক সাক্ষাৎকার পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন?
হিরো আলম : গুগল পলিটিকসের শিকার হইলাম। ভালো থাকা যায়?
হাস্যরস : গুগল পলিটিকসের শিকার মানে?
হিরো আলম : শুনেন দেশে অনেকে ফিল্ম পলিটিকস কিংবা ভিলেজ পলিটিকসের শিকার হয়। কিন্তু আমি গুগোল পলিটিকসের শিকার হইছি। দেখেন নাই গুগোল টপ লিস্টে আমার নাম নেই। এইটা কেমন বিচার?
হাস্যরস : কেন এমন হইল?
হিরো আলম : আসলে গুগল স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের জরিপ করেনি। আমার মনে হয় এই জরিপ দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ।
হাস্যরস : তবে হাস্যরসের জরিপে কিন্তু আপনি হিরো অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
হিরো আলম : যদিও হাস্যরস আমাকে পচানোর জন্য কাজটা করছে তবুও ভালো লাগছে। দিন শেষে আমিই তো হিরো- হিরো দ্য সুপারস্টার থুক্কু হিরো অব দ্য ইয়ার।
হাস্যরস : ২০১৭ সালে আপনি মাত্র একটা ছবি করেছেন, কিন্তু কেন?
হিরো আলম : আমি বেছে বেছে কাজ করি। ভালো গল্প এবং ডিরেক্টর পছন্দ না হলে কাজ করি না।
হাস্যরস : নতুন বছরে দর্শকের উদ্দেশ্য করে কিছু বলুন?
হিরো আলম : ইউটিউবে এসে আমার ছবি দেখুন।