রম্য
বাংলাদেশ ঠিকমতো নাগিন ডান্স দিতে পারেনি, বললেন থিসারা পেরেরা
বাংলাদেশে শ্রীলংকাকে হারিয়ে এখন ফাইনালে। সেইজন্য ঘুরেফিরে সোশ্যাল মিডিয়ায় ম্যাচটি নিয়ে এখনো চলছে আলোচনা। প্রিয় পাঠক, ম্যচটি ঘিরে সর্বশেষ আপডেট নিতে আমরা যোগাযোগ করেছিলাম শ্রীলংকান অধিনায়ক থিসারা পেরেরার সাথে। আসুন তার কাল্পনিক সাক্ষাৎকার পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন থিসারা পেরেরা?
থিসারা পেরেরা : নাগরাজদের ছোবল খেয়ে এখনো ঠিকমতো দাঁড়াতে পারতেছি না।
হাস্যরস : আপনারা তো বাংলাদেশের কাছে হেরে গেলেন।অনুভূতি কী?
থিসারা পেরেরা : হেরেছি সেটা ব্যাপার না,বাংলাদেশ ঠিকমতো নাগিন ডান্স দিতে পারেনি।
হাস্যরস : বলেন কী?
থিসারা পেরেরা : সত্যি বলছি দাদা।শ্রীলংকা যখন হেরেছে তখন আমি লুকিয়ে লুকিয়ে পুরো ব্যপারটা খেয়াল করে দেখলাম।নাগিনী ড্যান্স যেইভাবে দিতে হয়, তারা সেইভাবে দিতে পারেনি।সরি টু সে।
হাস্যরস : দিন শেষে খেলাটা আসল,উদযাপন নয়।আপনি উদযাপন নিয়ে এত আলোচনা করছেন কেন?
থিসারা পেরেরা : দেখেন, সবাই কিন্তু উদযাপন নিয়েও কথা বলছে।আমি বাংলাদেশ টিমের ভালোর জন্য বলছি কিন্তু।তারা চাইলে আমি সত্যিকারের নাগিন ড্যান্স করে দেখাতে পারি। দেখাব?
হাস্যরস : লাগবে না। আসল কথায় আসি। তো আম্পায়ার পক্ষপাতিত্ব করল কেন? নো বল হওয়া সত্ত্বেও নো বল কেন দেয়নি?
থিসারা পেরেরা : শুনেন ভাই, আপনি এমনভাবে বলছেন যেন আম্পায়ার মহা ভুল করে ফেলছে। শ্রীলংকা কমিটির টিম, তারা চাইলে আরো অনেক কিছু করতে পারত।অল্প পক্ষপাতিত্ব করার জন্য তাঁদের কাছে আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত।
হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিতে পেরে কেমন লাগছে?
থিসারা পেরেরা : জ্বালা-পুড়ার মধ্যে পানি ঢাললে যেমন লাগে, তেমন।