রম্য
ফেসবুকে নতুন যে ফিচার আসছে
ফেসবুকে প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার যুক্ত হচ্ছে। ভবিষ্যতে আরো কী কী ফিচার যুক্ত হতে পারে, প্রিয় পাঠক আসুন হাস্যরসের মাধ্যমে কাল্পনিকভাবে জেনে নিই।
১. সিসি ক্যামেরা
ইদানীং ফেসবুকে স্ট্যাটাস চুরির সংখ্যা বেড়েছে। স্ট্যাটাস যাতে চুরি না হয়, সে জন্য সিসি ক্যামেরা খুব কাজে দেবে। কেউ স্ট্যাটাস চুরি করতে টাইলাইনে এলে সিসি ক্যামেরা তা রেকর্ড করবে।
২. ফেসবুক সেলিব্রেটি লেন
ফেসবুকে একটা লেন থাকবে। এই লেনের মাধ্যমে একমাত্র ফেসবুক সেলিব্রেটিরা ফেসবুক ইউজ করতে পারবেন। এই ফেসবুক লেন ইউজের সুবিধা, আপনি পর্যাপ্ত পরিমাণ অটো লাইক পাবেন।
৩. সিকিউরিটি গার্ড
অনেকেই অনুমতি না নিয়েই টাইমে লাইনে এসে পোস্টগুলো পড়ে ফেলে। এতে অনেক সময় নিরাপত্তা বিঘ্ন হয়। কিন্তু সিকিউরিটি গার্ড ফিচার যুক্ত হলে এ সমস্যা আর থাকবে না।
৪. টয়লেট
ফেসবুক ইউজ করার সময় অনেক সময় টয়লেটের প্রয়োজন হয়। এই কথা মাথায় রেখে যুক্ত করা যেতে পারে টয়লেট ফিচার।