রম্য
ঈদের সালামি বেশি আদায়ের উপায়!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/06/photo-1467787997.jpg)
- ঈদে সালামি পেলে খুশি হয় না এমন পাবলিক খুব কমই আছে এ দুনিয়ায়। আর সালামির পরিমাণ যত বেশি হয়, খুশির মাত্রাও বেড়ে যায় তার কয়েক গুণ। তো, কীভাবে আরো বেশি বেশি সালামি আদায় করবেন, সেটাই জেনে নেওয়া যাক।
- যত বেশি সালামি, বিনিময়ে তত বেশি ফেসবুক লাইক প্রদান করা হবে—এমন ঘোষণা দিলেই সালামির পরিমাণ বেশি হয়ে দাঁড়াবে।
- পাশের বাসার অমুক-তমুকে এবার অনেক বেশি সালামি দিয়েছে—এমন কথা বলে বেড়ান যার কাছ থেকে সালামি নিতে ইচ্ছুক তার আশপাশে। তাহলে দেখবেন যেটা আশা করছেন, তার চেয়েও বেশি সালামি পেয়ে গেছেন!
- সালামিদাতার কোনো গোপন তথ্য খুঁজে বের করুন। এরপর বেশি সালামি না দিলে গোপন তথ্যটি সবার কাছে ফাঁস করে দেবেন, এটা বললেই দেখবেন সালামির পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে।
- সালামি বেশি দিলে সালামিদাতার ছবি ফেসবুকে শেয়ার করা হবে, এমন প্রতিশ্রুতি দিলেও বেশি সালামি পাওয়া যাবে।
- যারা ক্ল্যাশ অব ক্ল্যান গেইম খেলে, বেশি সালামি দিলে তাদের ক্ল্যানে আপনি জয়েন করবেন—এমন কথা একবার বলেই দেখুন। দেখবেন সালামির পরিমাণ অনেক বেড়ে গেছে।
- যে সালামি কম দেবে, তাকে কৃপণ চিহ্নিত করে সমাজের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে—এমন গুজব ছড়িয়ে দিলেও সালামি বেশি পাওয়া যাবে।