রম্য
ফলাফল প্রকাশের পর যা হতে পারে

আজই মহা ধুমধামের সাথে প্রকাশ করা হলো এইচএসসি পরীক্ষার ফলাফল ! তো এই ফলাফল প্রকাশের পর এমন কিছু চিত্র আমরা দেখতে পাব, যা দেখে মোটেও কারো অবাক হওয়ার কোনোই দরকার নেই ! তাহলে চলুন দেখে আসি ফলাফল প্রকাশের পরের সেসব কিছু চিত্র।
ডায়াবেটিস রোগীদের টেনশন বেড়ে যাবে
এখন অনেকেই প্রশ্ন করবেন, রেজাল্টের সাথে ডায়াবেটিস রোগীর কী সম্পর্ক? আরে ভাই, একটু খেয়াল করুন, যারা এবারের পরীক্ষায় পাস করল, তারা রিলেটিভ সবাইকেই চাইবে মিষ্টি খাওয়াতে । তার মধ্যে কেউ ডায়াবেটিস রোগী হলেও, কিন্তু আমি আপনি সবাই জানি, ডায়াবেটিস রোগীরা মিষ্টি ছুয়েও দেখবে না, আর যদি ডায়াবেটিসের কেউ আজকে রেজাল্ট উপলক্ষে মিষ্টি খেয়েও নেয়, তাহলেই তো কাম সারছে !
গ্যাংনাম স্টাইলের ড্যান্স দেখা যাবে
যাদের আজকে পরীক্ষা পাসের দিন, তারা তো আনন্দে আত্মহারা, খুশিতে লাফালাফির সাথে সাথে আবার একটু বেশি মজা করার উদ্দেশ্যে গ্যাংনাম স্টাইলে নাচতেও শুরু করবে। আর এই সুযোগ সীমিত সময়ের জন্য । কেননা বেশি নাচানাচি করলে মুরব্বিরা বকাঝকাও করে ফেলতে পারে।
মিষ্টির দোকানে দীর্ঘ লাইনে হিড়িক পড়ে যাবে
আজকের দিনকে কেন্দ্র করেই অনেক মিষ্টির দোকানে হরেক রকম মিষ্টির বাহারের দেখা পাওয়া যাবে বা যাচ্ছে। অবশ্য এই সুবাদে মিষ্টির দোকানের সামনে দীর্ঘ লাইন দেখলেও কেউ ঘাবড়ে যাবেন না, কেননা মিষ্টি না খাওয়ালে অনেকেই কিপটে মনে করবে আপনাকে বা যে পাস করেছে তাকে!
ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যাবে
সবাই রেজাল্ট ভালো করায় একযোগে ঝাপিয়ে পড়বে ওয়েবসাইটে। এতে যানজটের মতো জট লেগে যাবে। সার্ভার যাবে ডাউন হয়ে। ফলে যারা সার্ভার রক্ষণাবেক্ষণ করে তাদের মাথায় হাত।
ফেসবুকে স্ট্যাটাসের হিড়িক পড়ে যাবে
‘আমি ইহা পেয়ে পাস করেছি’, আমার অমুকের তমুক এত পয়েন্ট পেয়ে এবার পাস করেছে’, আর এই রকম সব বিভিন্ন টাইপের রেজাল্ট সংক্রান্ত স্ট্যাটাসে ফেসবুক আজ মুখরিত হয়ে যাবে। আর হ্যাঁ,অনেকেই এর সাথে যে ফাজলামোটা করে তা হলো, ফেসবুকে মিষ্টির ছবি আপলোড দিয়ে যদি বলে সবাই খুশি মনে খেয়ে নিন। আরে ভাই, তখন মেজাজটা কেমন গরম হয় বলেন তো?