রম্য
ইলিশের দাম কম হওয়ার পেছনের কথা!
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত তারকা হচ্ছে ইলিশ মাছ। বরাবর উচ্চমূল্যের কারণে ইলিশ আলোচনায় এলেও এবার এর দাম কম হওয়ায় আলোচনায় উঠে এসেছে। এমন পরিপ্রেক্ষিতে এই তারকার কাল্পনিক এক সাক্ষাৎকার নেওয়া হলো। যেখানে দাম কম হওয়ার পেছনের কথা বলেছেন স্বয়ং ইলিশ মশাই!
প্রশ্ন : কী খবর ইলিশ, কেমন চলছে?
ইলিশ : ‘মাছের রাজা ইলিশ’ কথাটা শুনেছেন?
প্রশ্ন : মানে কী! এটা শুনব না কেন?
ইলিশ : তাহলে রাজার সাথে কথা বলতে একটু আদব তো রাখা প্রয়োজন, নাকি?
প্রশ্ন : রাজার সাথে আদব! হুম! তা রাজা সাহেব, বর্তমানে তো আপনারা এভেইলেবল, দামও কম। আপনাদের স্ট্যাটাস পড়ে গেল কেন হঠাৎ করে? দাম কমার নেপথ্য কারণ কী?
ইলিশ : স্ট্যাটাস পড়ে গেল মানে! কী বলতে চাইছেন আপনি? শুনেন, আমরা হচ্ছি নীতিবান দরদি মাছ। হু!
প্রশ্ন : এটা আবার কী?
ইলিশ : শুনেন, এমনিতে জেলেদের জালে আমরা খুব কম ধরা পড়ি, তারওপর দাম থাকে চড়া। এজন্য দেশের সব শ্রেণীর মানুষ ইলিশ খেতে পারে না। এসব ইলিশ না খেতে পারা মানুষের কথা ভেবে আমরা দরদ নিয়ে এবার বেশি করে ধরা পড়ছি! বুঝছেন মশাই?