রম্য
যে কারণে হেরেছে আর্জেন্টিনা!
ট্র্যাম্পের প্রভাব
শেয়ার বাজার থেকে শুরু করে ইদানীং সব কিছুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব পড়েছে। আমরা ভাবছিলাম হিলারি জিতবে, কিন্তু জিতল ট্রাম্প। অর্থাৎ আমরা ভাবি এক, আর হয় আরেক।এই যেমন সবাই ভাবছে আর্জেন্টিনা জিতবে, কিন্তু জিতল ব্রাজিল। সেইজন্য বলা যায় আর্জেন্টিনা হারের পেছনে ট্রাম্পের প্রভাব আছে।
নেইমার
নেইমারের সাথে মেসি বার্সোলনায় একই টিমে খেলে । তাই মেসি নেইমারের সম্পর্ক ছোট ভাই বড় ভাই কিংবা বন্ধুর মতো। সেইজন্য মেসি ইচ্ছে করেই হেরে ভাই-বন্ধু নেইমারকে উৎসাহ দিয়েছেন।
ভিন গ্রহরের ফুটবলার
আমরা জানি মেসিকে ভিন গ্রহের ফুটবলার বলা হয়। সেই ক্ষেত্রে তাকে মানুষ বলা যাবে না। হয়তো বা মেসি সেজন্য তাঁর নিজের দল আর্জেন্টিনাকে হারিয়ে প্রমাণ করতে চাইলেন,ভিন গ্রহের ফুটবলার হলে কী হবে? পৃথিবীর ফুটবলারদের জন্য তার মন অনেক উদার।
কোম্পানির প্রচারের জন্য
ইদানীং পজেটিভের চাইতে নেগেটিভ জিনিসের বেশি মার্কেটিং হয়। সেজন্য অতি স্বল্প সময়ে শুধু মাত্র কোম্পানি অর্থাৎ আর্জেন্টিনা টিমের প্রচারের জন্য তারা ইচ্ছে করেই হেরেছে।
বাংলাদেশি দর্শক
আর্জেন্টিনার এক বিরাট সমর্থক গোষ্ঠী আমাদের বাংলাদেশে। সেটা মেসিসহ আর্জেন্টিনার দল জানে। কে জানে হয়তো বাংলাদেশি দর্শকদের প্রত্যাশার চাপ সহ্য করে ভালো খেলতে পারেনি টিম আর্জেন্টিনা।
অভিশাপ
বিশ্বকাপে ব্রাজিল জার্মানির কাছে ৭টা গোল খেয়েছিল। সেজন্য মজলুম ব্রাজিল সমর্থকদের নিয়ে অনেক টিটকারি করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। সেজন্য আর্জেন্টিনা সমর্থকদের অভিশাপ দিয়েছে ব্রাজিল সমর্থক গোষ্ঠী। যার ফলে আর্জেন্টিনা হেরেছে।