রম্য
শীত উপযোগী নির্বাচনী স্লোগান!
শীত চলে এসেছে। এবার শীতের আমেজে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই শীত উপযোগী নির্বাচনী স্লোগানও জরুরি। বিনা ফি-তে এখানে কিছু স্লোগান পাচ্ছেন!
১. শীতে-ঠান্ডায় ভয় নাই, কম্বল দেবে টাল্টু ভাই!
২. শীত আসে শীত যায়, বল্টু ভাইয়ের তুলনা নাই!
৩. শীতে হচ্ছে এবার ভোট, নান্টু ভাইয়ের জন্য গড়ুন জোট!
৪. শীতে এবার ভয় নাই, প্রার্থী মোদের পল্টু ভাই!