আইসিএসবিতে ৪৮ তম শাহাদত বার্ষিকী পালন

Looks like you've blocked notifications!
আইসিএসবি গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করে

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করেছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মাধ্যমে আইসিএসবির ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির তত্ত্বাবধানে কাউন্সিল মেম্বার, ইনস্টিটিউটের সদস্য, ছাত্র ও কর্মকর্তারা দিবসটির কর্মসূচি শুরু করে।

এসময় এফসিএস মোহাম্মদ হারুন-অর-রশিদ ও কাউন্সিল মেম্বার সহ অন্যান্য অনেক আইসিএসবির ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির সদস্য, কাউন্সিল সদস্য, সদস্য এবং আইসিএসবির কর্মকর্তারা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আইসিএসবি ঢাকার বাংলামোটর এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করে।

এ ছাড়া, ডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ আলোচনায় অংশ নেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেন। আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিআরসির সদস্য সচিব মো. শাহেদুল আমিন।