নারীদের উন্নয়নে অরেঞ্জ বন্ড আনছে বিএসইসি

Looks like you've blocked notifications!

দেশের নারীদের উন্নয়ন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আনতে যাচ্ছে অরেঞ্জ বন্ড নামক এক বিশেষায়িত বন্ড। নারীদের জন্য, নারীদের মাধ্যমে, নারীদের এগিয়ে যাওয়ার লক্ষেই এই বন্ড তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) অরেঞ্জ বন্ড নিয়ে বিএসইসির আয়োজিত এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। অরেঞ্জ বন্ড বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষত নারীদের জন্য তৈরি অরেঞ্জ বন্ড সম্পর্কে আয়োজিত বৈঠকে দেশের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

অরেঞ্জ বন্ড প্রসঙ্গে বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম বলেন, দেশের সর্বত্র নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে লিঙ্গ সমতা আনতে কাজ করতে হবে। এবিষয়ে অরেঞ্জ বন্ড বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি। বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ অরেঞ্জ বন্ডের উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে অরেঞ্জ বন্ড নিয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন। এর ভবিষ্যত নিয়ে আলোচনা করেন। তিনি অরেঞ্জ বন্ডের ধরণগুলো, এর ইস্যুয়ার, ইস্যু সংক্রান্ত বিষয়গুলো, ফান্ডের ব্যবহার ইত্যাদি বিষয়ে তুলে ধরে কিভাবে দেশে অরেঞ্জ বন্ড নিয়ে আসা যায় এবং কিভাবে তা কাজে লাগানো যেতে পারে তা ব্যাখ্যা করেন।

অরেঞ্জ বন্ডের মাধ্যমে অর্থায়ন থেকে যেন নারীরা সহজেই সুবিধা পেতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা বলেন তিনি। বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সহায়ক ইকোসিস্টেম সৃষ্টি এবং প্রয়োজনীয় গাইডলাইন তৈরির জন্য বিএসইসি ইউএনডিপির সাথে কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও ইউএনডিপি বাংলাদেশে সাসটেইনেবিলিটি বন্ড গাইডলাইন তৈরি করছে। যৌথভাবে তিনি উপস্থিত নারী উদ্যোক্তাদের আগ্রহী হয়ে এগিয়ে আসার অনুরোধ করেন। বিএসইসি এক্ষেত্রে সকল ধরণের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান। তিনি বৈঠকে অংশগ্রহণকারীদের অরেঞ্জ বন্ড বিষয়ক নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করেন।

বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) অপারেশন অফিসার, ইএসজি অ্যাডভাইজরি- সাউথ এশিয়া, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স (ইএসজি) মিস লোপা রহমান বৈঠকে সংক্ষিপ্ত উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষাপটে অরেঞ্জ বন্ডসহ টেকসই উন্নয়ন সম্পৃক্ত বন্ড, সোশাল ও জেন্ডার সম্পৃক্ত বন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এক্ষেত্রে বিদ্যমান সুবিধা-অসুবিধা এবং সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও এফবিসিআইর ভাইস প্রেসিডেন্ট শমী কায়সার, চালডালের চিফ অব স্টাফ ও গো গো বাংলা লজিসটিকসের পরিচালক ইশরাত জাহান নাবিলা, টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনিন নাহার, এফবিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের কৌশল ও ব্যবসা উন্নয়নের উপদেষ্টা রাশেদ মাকসুদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট ও বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ব্যারিস্টার নিহাদ কবির, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, আইডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ফরিদ আহমেদ, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন কথা বলেন।

বক্তারা অরেঞ্জ বন্ডের নানা বিষয়ে আলোচনা করেন এবং মতামত জানান। বৈঠকে  উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেমের চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া এবং বিএসইসির নির্বাহী পরিচালকরা প্রমুখ। গোলটেবিল বৈঠকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সোশাল ডেভেলপমেন্ট ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) সহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের আর্থিক খাত সংশ্লিষ্টরা দেশের পুজিবাজার এবং বন্ড বাজারের বিষয়ে একসাথে কাজ করছেন বলে জানান এবং বিশেষভাবে অরেঞ্জ বন্ডের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের কথা জানান।