দর পতনের শীর্ষে জুট স্পিনার্স
দর কমার শীর্ষে রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির জুট স্পিনার্সের শেয়ার। আজ সোমবার (৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে সাড়ে ১৩ টাকা। এতে কোম্পানিটি শেয়ার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ জুট স্পিনার্সের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৩১৩ টাকা ১০ পয়সা। আগেরদিন রোববার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩২৬ টাকা ৬০ পয়সা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা চার দশমিক ১৩ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৩২ টাকা ৫০ পয়সা থেকে ৩০৫ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।
ডিএসইতে এদিন টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে– শমরিতা হাসপাতালের তিন দশমিক ৭৫ শতাংশ, মেঘনা পেটের তিন দশমিক ৪১ শতাংশ, এমারেল্ড অয়েলের তিন দশমিক ১৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের দুই দশমিক ৬২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের দুই দশমিক ২২ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের দুই দশমিক ১০ শতাংশ, দি ঢাকা ডায়িংয়ের দুই দশমিক শূন্য ছয় শতাংশ এবং ন্যাশনাল টির দুই দশমিক শূন্য দুই শতাংশ করে শেয়ার দর কমেছে।