প্রধান সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

Looks like you've blocked notifications!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৬ ডিসেম্বর) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে বেশি। প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বেড়েছে লেনদেনের পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে বেশি। উভয় স্টকে বেড়েছে মূলধন।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে ৫২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬০ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৩ হাজার ৫৯৭ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৩ হাজার ৬২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫০ দশমিক ৪৭ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৯ দশমিক ৬৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১২ দশমিক ৮১ পয়েন্টে। 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯০টির ও কমেছে ৬৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৮২টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডভেন্ট ফার্মার ২৪ কোটি ৬৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৭ কোটি ৪৬ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৭ কোটি ৪৬ লাখ টাকা এবং বিডি থাইয়ের ১১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। 

অপরদিক, সিএসইতে বুধবার ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১০ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৮ হাজার ৮৩৯ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৮ হাজার ৩৩৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ দশমিক ২৮ পয়েন্টে। সিএসই৩০ সূচক দুই দশমিক ৫২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক চার দশমিক ২১ পয়েন্টে এবং সিএসআই সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট করে বেড়েছে। এ ছাড়া সিএসই৫০ সূচক দশমিক ১৫ পয়েন্ট কমেছে। 

সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২টির, কমেছে ২৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১১১টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির এক কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইবনে সিনার ৭৫ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৭৪ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ৪৫ টাকা এবং বিডি থাইয়ের ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।