সূচকের উত্থান, লেনদেন পাঁচশ কোটির ঘরে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (১০ ডিসেম্বর) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন পাঁচশ কোটি টাকার ঘরে পৌঁছেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি। প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বেড়েছে লেনদেন পরিমাণ। এদিন ডিএসইতে মূলধন বাড়লেও সিএসইতে কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে ৫৩৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ২০ লাখ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৩ হাজার ৬৯৯ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫১ দশমিক ২৮ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬০ দশমিক ৪৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক দুই দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১২ দশমিক ৪৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৫টির ও কমেছে ১০০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৪টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ২৬ কোটি ৮৫ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ২২ কোটি এক লাখ টাকা, বিডি থাইয়ের ২১ কোটি ২২ লাখ টাকা এবং ইয়াকিন পলিমারের ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিক, সিএসইতে রোববার ১৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ২১ কোটি তিন লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৬ দশমিক ৫২ পয়েন্টে। সিএসআই সূচক বেড়েছে দশমিক ৯৭ পয়েন্ট। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট, সিএসই৩০ সূচক তিন দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক পাঁচ দশমিক শূন্য ৩ পয়েন্টে করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২টির, কমেছে ৫১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১১৮টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির এক কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের এক কোটি ২৬ লাখ টাকা, বিডি থাইয়ের ৯৭ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৭০ লাখ টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।