সিনোবাংলার রাইট ইস্যু অনুমোদন

Looks like you've blocked notifications!

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৮৯১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিটি ১আর:২ অনুপাতে ১ কোটি ৯৮ হাজার ২৮৩টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে  ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। আলোচিত উত্তোলিত অর্থ দিয়ে মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধ করবে। 

রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ১৯ পয়সায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড।