পর্ষদ সভার দিন ঘোষণা করল ৩০ কোম্পানি

Looks like you've blocked notifications!
পর্যদ সভার প্রতীকী ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ সোমবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একইসঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে। 

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো—বসুন্ধরা পেপার, ন্যাশনাল টিউবস, এপেক্স ট্যানারি, মতিন স্পিনিং, গোল্ডেন হারভেস্ট, রহিম টেক্সটাইল, শ্যামপুর সুগার, প্রিমিয়ার সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, মালেক স্পিনিং, পদ্মা অয়েল, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, জিল বাংলা সুগার, অলিম্পিক এক্সেসরিজ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, এসিআই, ন্যাশনাল পলিমার, এসিআই ফর্মুলেশনস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আনলিমা ইয়ার্ন ডাইং, শমরিতা হাসপাতাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং, ডেল্টা স্পিনার্স, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, আজিজ পাইপস, ম্যারিকো বাংলাদেশ এবং রেনউইক যজ্ঞেশ্বর।

এদের মধ্যে বসুন্ধরা পেপারের পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া ন্যাশনাল টিউবস ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, এপেক্স ট্যানারি ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, মতিন স্পিনিং ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, গোল্ডেন হারভেস্ট ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, রহিম টেক্সটাইল ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, শ্যামপুর সুগার আগামী ২৫ জানুয়ারি দুপুর ২টা ৩৫মিনিটে, প্রিমিয়ার সিমেন্ট ২৭ জানুয়ারি বিকেল ৩টায়, মেঘনা পেট্রোলিয়াম ২৮ জানুয়ারি বিকেল ৩টায়, মালেক স্পিনিংয় ২৯ জানুয়ারি দুপুর ২টা ৪৫মিনিটে, পদ্মা অয়েল ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক ২৮ জানুয়ারি বিকেল ৫টায়, জিল বাংলা সুগার ২৮ জানুয়ারি বিকেল ৩টা ১৫ মিনিটে, অলিম্পিক এক্সেসরিজের ২৮ জানুয়ারি বিকেল ৩টায় পর্যদ সভা করবে।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির পর্যদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায়। এসিআই ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, ন্যাশনাল পলিমার ২৭ জানুয়ারি বেলা ১১টা ৩০মিনিটে, এসিআই ফর্মুলেশনস ৩০ জানুয়ারি বিকেল ২টা ৪৫মিনিটে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, আনলিমা ইয়ার্ন ডাইং ২৭ জানুয়ারি বেলা ১২টায়, শমরিতা হাসপাতাল ২৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩০ জানুয়ারি দুপুর আড়াইটায়, এপেক্স ফুডস ২৫ জানুয়ারি বিকেল ৩টা ১৫মিনিটে, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং ২৫ জানুয়ারি বিকেল ৩টা ১৫মিনিটে তাদের পর্যদ সভা করবে।

ডেল্টা স্পিনার্সে ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ে  ৩০ জানুয়ারি বিকেল ৩টায়,  পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ে ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, আজিজ পাইপসে ২৮ জানুয়ারি বিকেল ৩টায়, ম্যারিকো বাংলাদেশে ২৫ জানুয়ারি বিকেল ৫টা ১৫মিনিটে এবং রেনউইক যজ্ঞেশ্বরে ২৮ জানুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে পর্যদ সভা শুরু হবে।