৭০ শতাংশ কোম্পানির শেয়ারদরে উত্থান

Looks like you've blocked notifications!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৩ এপ্রিল)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদরে উত্থান হয়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন ৪৩৩ কোটি টাকায় চলে এসেছে। বাজারে মূলধনের পরিমাণও বেড়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৫৮৪ কোটি ৪৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৭ হাজার ৮১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৬ দশমিক শূন্য সাত পয়েন্টে। ডিএসইএস সূচক ১১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ দশমিক ১৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪ দশমিক ১৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৯টির বা ৭০ দশমিক ৬৩ শতাংশ ও কমেছে ৬৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫২টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ২৯ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ২৩ কোটি ৪০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ২৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৪ কোটি ৩৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৩০ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৬৯ লাখ টাকা, আইটিসির ৯ কোটি ছয় লাখ টাকা, গোল্ডেন সনের ৯ কোটি দুই লাখ টাকা এবং বিকন ফার্মা আট কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর উত্থান হয়েছে। বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ। তবে লেনদেনের পরিমাণ কমেছে। সিএসইতে আজ বুধবার ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ১২৬ কোটি ৯২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ আট হাজার ৯০৮ কোটি ২৯ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৩০ দশমিক শূন্য ছয় পয়েন্টে। সিএসই৫০ সূচক ছয় দশমিক ৯৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮২ দশমিক ১৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৬ দশমিক ৯৭ পয়েন্ট এবং সিএসআই সূচক তিন দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১২টির এবং কমেছে ৪৪টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৭টির।

আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির এক কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের এক কোটি ৩১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৮৭ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৪২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ৩২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৮ লাখ টাকা, এসএস স্টিলের ২৬ লাখ টাকা, রবির ২৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২১ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।