স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/02/sttyaanddaardd_byaank.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০২৩ সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুই দশমিক ৫০ শতাংশ নগদ এবং দুই দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন পর তা প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সদ্য ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ২৭ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা তিন পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২৪ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে তিন টাকা ৭৩ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই টাকা ২৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৩ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৬ টাকা ২৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৯ জুলাই, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জন।
এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের চলতি বছরের (২০২৪ সাল) প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৫ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা ছিল সাত পয়সা। আলোচিত প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ সাত পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা আট পয়সা।