সূচক পতনে চলছে লেনদেন

সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ১২ মিনিট বা সকাল ১০টা ১২ মিনিটে লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকা। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আজ সোমবার (১০ জুন) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রির চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের পতন হয়। লেনদেন শুরুর প্রথম ১২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২৯ দশমিক ৬২ পয়েন্ট। আলোচিত সময়ে ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ১৪১ দশমিক ৯৩ আট পয়েন্টে। আলোচিত সময়ে ডিএসইএস সূচক সাত দশমিক ৯২ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১০ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১১২ দশমিক ৯০ পয়েন্ট ও এক হাজার ৮২৪ দশমিক ৫১ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৮৭টি বা ৭৪ দশমিক ৮০ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ টাকা।

আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। লেনদেন করেছে দুই কোটি ৩৭ লাখ টাকা। এছাড়া ফরচুন সুজের দুই কোটি ২১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের এক কোটি ৯০ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার এক কোটি ৮১ লাখ টাকা, বেস্ট হোল্ডিং এক কোটি ৫০ লাখ টাকা, ওরিয়ন ফার্মার এক কোটি ১৭ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এক কোটি তিন লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯৪ লাখ টাকা, ইজেনারেশনের ৮৫ লাখ টাকা এবং এমারেল্ড অয়েলের ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।