লভ্যাংশ দেবে না বিআইএফসি
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। ২০২২ সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভা এই সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে কোম্পানিটি ২০২৩ বছরের তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে সাত টাকা ৫৮ পয়সা। আগের ২০২১ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৯ টাকা ৭৮ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ দুই টাকা ১১ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই টাকা ৬৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ১১৪ টাকা ৪২ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল নেগেটিভ ১০৬ টাকা ৮৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনও জানানো হয়নি। লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট।
একইদিনে বিআইএফসি গত বছরের (২০২৪ সাল) তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা ৪৭ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা ৬১ পয়সা। ৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে নেগেটিভ ১১৫ টাকা ৮৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা ৭৭পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে নেগেটিভ ১১৬ টাকা ৭৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা শূন্য সাত পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা ৭০ পয়সা। গত ৩১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে নেগেটিভ ১১৭ টাকা ৮৫ পয়সা।