মুনাফা কমেছে সিঙ্গার বাংলাদেশের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/28/singer.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (সিঙ্গার বিডি) চলতি বছরের (২০২৪ সাল) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা কমেছে ৪৫ শতাংশ। গতকাল শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ রোববার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরের (২০২৪ সাল) দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দুই টাকা ৫৮ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ার প্রতি মুনাফা ছিল চার টাকা ৭২ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা কমেছে দুই টাকা ১৪ পয়সা বা ৪৫ দশমিক ৩৪ শতাংশ।
চলতি বছরের (২০২৪ সাল) দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে দুই টাকা ৩৭ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ার প্রতি মুনাফা ছিল পাঁচ টাকা ৮৫ পয়সা।
আলোচিত দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে পাঁচ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই টাকা ৫৮ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯০ পয়সা।