প্রধান সূচক পতনেও লেনদেন হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২ সেপ্টেম্বর)। এদিন কমেছে বাজারে মূলধনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন। কিন্তু গত কর্মদিবস রোববারের তুলনায় আজ সোমবার লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৯৩৩ কোটি ৬৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৮ হাজার ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল সাত লাখ এক হাজার ৬৭৩ কোটি ৬২ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০৩ দশমিক ৭১ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ৯ দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩৬ দশমিক ৪৭ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৪ দশমিক ১১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮০টির ও কমেছে ২৯১টির বা ৭৩ দশমিক ৩০ শতাংশ । শেয়ার দর পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৮৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ।