লেনদেন বাড়লেও পতনে প্রধান সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। কমেছে মূলধনের পরিমাণ। গত কর্মদিবস বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ছয়শ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ৯০ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৪৩১ কোটি ১৮ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৪ হাজার ৭৪৩ কোটি ৫৯ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২৮ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৪ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৮ দশমিক ৮০ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৮টির ও কমেছে ২৫০টির বা ৬৩ দশমিক ২৯ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। কোম্পানিটির ১০২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ।