লেনদেনসহ বেড়েছে প্রধান সূচকও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১১ সেপ্টেম্বর)। গত কর্মদিবস মঙ্গলবারের (১০ সেপ্টেম্বর) তুলনায় আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন বেড়ে ছয়শ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধনের পরিমাণও।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৫ কোটি ১৫ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৪ হাজার ৭৩৮ কোটি ৬৪ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ১১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭১৩ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪০ দশমিক ৯১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ দশমিক ৮০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৩টির ও কমেছে ১৭২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিন্ডে বাংলাদেশের ২২ কোটি ৫৩ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২০ কোটি ২৪ লাখ টাকা, সোনালী আঁশের ১৮ কোটি ৪৯ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১৬ কোটি ৫৪ লাখ টাকা, গ্রামীণফোনের ১৪ কোটি ৬৯ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৩ কোটি ৪০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৬৩ লাখ টাকা, ইবনে সিনার ১২ কোটি ২৬ লাখ টাকা এবং একমি ল্যাবের ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে আট দশমিক শূন্য সাত শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।