কমেছে লেনদেনসহ প্রধান সূচকও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (১৫ সেপ্টেম্বর)। গত কর্মদিবস বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) তুলনায় আজ কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন কমে ছয়শ কোটি টাকার ঘরে চলে এসেছে। কমেছে বাজারে মূলধনের পরিমাণও। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ১৩৩ কোটি ৫৭ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি তিন লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭১১ দশমিক ৭৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৫ দশমিক ৫২ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৬ দশমিক ৬৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৯টির ও কমেছে ১৮২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ২৭ কোটি ১৫ লাখ টাকা, গ্রামীণফোনের ২১ কোটি ৪২ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১৭ কোটি ৮১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ১৩ লাখ টাকা, সী পার্ল বিচের ১৬ কোটি সাত লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১৪ কোটি ৩২ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৮৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১২ কোটি ৯১ লাখ টাকা এবং সোনালী পেপারের ১১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ডের ইউনিট। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।