ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ২৪৩ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টা ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৬২ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ৩১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ২৮ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭৩৯ পয়েন্টে। পরে সেই সূচক উত্থান ধরে রাখতে পারেনি। লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টা ৩০ মিনিটে সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ১৭ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩০ দশমিক ৯৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৯ দশমিক ৮১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯১ দশমিক ৬৬ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। লেনদেন করেছে ১৩ কোটি ৭৭ লাখ টাকা। এ ছাড়া সোনালী আঁশের ১১ কোটি ২৮ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের আট কোটি ৫৯ লাখ টাকা, খান ব্রাদার্সের ছয় কোটি ৭৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৫৭ লাখ টাকা, বিচ হ্যাচারীর ছয় কোটি ১৬ লাখ টাকা, এনআরবি ব্যাংকের পাঁচ কোটি ১৮ লাখ টাকা, স্যালভো কেমিক্যালের পাঁচ কোটি ১৫ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকের পাঁচ কোটি চার লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের চার কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।