ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১৭৮ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৫৮ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম সাত মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৬৫ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৮২৫ পয়েন্টে। সেই সূচক উত্থান গতি পরে কমে আসে। লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টায় সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ৩৭ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮০৪ দশমিক ৭৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৭ দশমিক শূন্য এক পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৫ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১২ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২০টির বা ৫৮ দশমিক ২০ শতাংশ, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ১৪ কোটি টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংকের ১৩ কোটি ৮১ লাখ টাকা, ইবনে সিনার সাত কোটি ৭৫ লাখ টাকা, গ্রামীণফোনের সাত কোটি ৭৬ লাখ টাকা, সোনালী আঁশের ছয় কোটি ৩৬ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ছয় কোটি পাঁচ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের চার কোটি ৭০ লাখ টাকা, সিটি ব্যাংকের চার কোটি ৬৯ লাখ টাকা, খান ব্রাদার্সের তিন কোটি ৬০ লাখ টাকা এবং টেকনো ড্রাগসের দুই কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।