ডিএসইতে ৮৪ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে পার করল গত সপ্তাহ (২২ থেকে ২৬ সেপ্টেম্বর)। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন পরিমান কমেছে। তবে সপ্তাহটিতে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ বেড়েছে ৯৪৪ কোটি ২০ লাখ টাকা বা ১০ দশমিক ৮০ শতাংশ। তবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধনের পরিমাণ কমেছে ৯ হাজার ৯৫০ কোটি ৩৮ লাখ টাকা বা এক দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহটিতে শেয়ার বিক্রির চাপ বাড়ায় লেনদেনে অংশ নেওয়া ৮৪ দশমিক ৫০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
এদিকে গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর পুঁজিবাজার মূলধন দুই লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৫ হাজার ৬২১ কোটি ২৪ লাখ টাকায়। যা আগের সপ্তাহের বৃহস্পতিবারে এই মূলধন ছিল ছয় লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি ৬২ লাখ টাকায়।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় তিন হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৭৯ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬১৩ কোটি আট লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির, দর কমেছে ৩৪৯টির বা ৮৪ দশমিক ৫০ শতাংশ ও অপরিবর্তিত রয়েছে সাতটি কোম্পানির। লেনদেন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার।
সপ্তাহটিতে প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স ৯৬ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ৬৩৯ দশমিক ১৩ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৪১ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৬৪ দশমিক ৯৩ পয়েন্টে। তবে ডিএসএমইএক্স সূচক ১৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২৩১ দশমিক ৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস চার দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২৬১ দশমিক ৯৪ পয়েন্টে।