প্রধান সূচক পতন, কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৬ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমল ১৮ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন বাজারে মূলধন কমেছে। লেনদেন কমে আজ সাড়ে ছয়শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা। সেখান থেকে আজ লেনদেন হয়েছে ৬৫১ কোটি ২০ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬০২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ৯৬১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৪৭ দশমিক শূন্য আট পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৬৫ দশমিক শূন্য এক পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৭ দশমিক ৭৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯২ দশমিক ৫৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৫টির ও কমেছে ২৮১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৩টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৭৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৮ কোটি টাকা, পদ্মা অয়েলের ১৬ কোটি ৯৪ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৬ কোটি ১০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৫ কোটি ৬৪ লাখ টাকা, গ্রামীণফোনের ১৩ কোটি ৪৬ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৪৪ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১২ কোটি ৭৮ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ১ম ফান্ডের শেয়ার। কোম্পানিটির ইউনিটের দর কমেছে পাঁচ দশমিক ৯৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।