৫৮ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি)। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে আজ ৩১৩ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৭ দশমিক ৫৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা। আর আজ লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৬৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ৯৫১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ৯০৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৯৯ দশমিক ৬১ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২১৮ দশমিক ১৫ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১০ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩০ দশমিক ৯৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫ দশমিক ১০ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৮টির এবং কমেছে ২২৯টির বা ৫৭ দশমিক ৫৪ শতাংশ । শেয়ার দর পরিবর্তন হয়নি ৭১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৯৪ লাখ টাকা, সিটি ব্যাংকের ১০ কোটি ৯৩ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ৩৪ লাখ টাকা, ওয়ান ব্যাংকের ৯ কোটি ৯৫ লাখ টাকা, পূবালী ব্যাংকের সাত কোটি ৭৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয় কোটি ৮২ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ছয় কোটি ৫১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৮৯ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের পাঁচ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট প্রাইম ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৫৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।