বেশিরভাগ কোম্পানির দরপতন, লেনদেনও মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২৯ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ৯১ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৩১৪ কোটি টাকার ঘরে চলে এসেছে। তবে আগের কর্মদিবস সোমবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৩১ লাখ টাকা। আজ বুধবার লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ৩৯৩ কোটি তিন লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৪টির ও কমেছে ২০৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৫টির। এদিন ডিএসইএক্স ১৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১১২ দশমিক ৫১ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১২৬ দশমিক ৪২ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক সাত দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৭ দশমিক ৫২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ দশমিক ৩০ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ১০ কোটি ২৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি ২৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৭৬ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ছয় কোটি ৭৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের পাঁচ কোটি ৪৫ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের চার কোটি ৯৯ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের চার কোটি ৯৫ লাখ টাকা, মালেক স্পিনিং চার কোটি ৯৩ লাখ টাকা এবং ইস্টার্ন লুব্রিকেন্টের চার কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্পের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।