ডিএসইতে ৮৩ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১ ডিসেম্বর)। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৫৩৭ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৪১৫ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
লেনদেন শুরুতে আজ সূচক উত্থান হয়েছিল। লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাত পয়েন্ট উত্থান হয়। বেলা বাড়ার পর ফিরে পতনে। লেনদেন শুরুর এক ঘণ্টা ১৯ মিনিটে সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট পতন হয়। পরে সূচকটি পতন গতি আরও বেড়ে যায়। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৬৪ দশমিক শূন্য চার পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯১৪ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৬ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৫ দশমিক ৬৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৫৪ লাখ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮১ হাজার ৫৫৬ কোটি ২২ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৫ হাজার ৯৩ কোটি ৮৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩২২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্সের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্সের ১৮ কোটি ৫৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৩ কোটি ২৯ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯ কোটি ৮৩ লাখ টাকা, ইনটেকের ৯ কোটি ১৫ লাখ টাকা এবং রহিমা ফুডের আট কোটি ৯২ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি থাইয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক