অনলাইনে বই কেনাকাটায় ১০০% ক্যাশব্যাক দিচ্ছে বইবাজার ডটকম

বাতাসে যেন ঘুরে বেড়াচ্ছে নতুন বইয়ের রেণু। বইপড়ুয়ারা খোঁজ নিতে শুরু করে দিয়েছেন কী কী বই আসছে তাঁদের প্রিয় লেখকদের। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল তৈরির কাজ এবং অনলাইন পোর্টালগুলোতে নেওয়া শুরু হয়েছে প্রকাশিতব্য বইয়ের প্রি-অর্ডারসহ নতুন বই বিক্রির নানা প্রস্তুতি।
এরই অংশ হিসেবে দেশের অন্যতম বৃহৎ অনলাইন বইয়ের বাজার বইবাজার ডটকম নিয়ে এসেছে বইপড়ুয়াদের জন্য ভাউচার ক্রয়ে ১০০% ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাকের টাকা দিয়ে যেকোনো পাঠক তিন মাসব্যাপী কিনতে পারবেন দেশীয় লেখকদের লেখা নতুন-পুরাতন যেকোনো বই। ক্যাশব্যাক ভাউচার অফারটি ব্যবহার করার লিংক : http://bit.ly/2QW37dY
বইবাজার ডটকম নিয়ে এলো চার ধরনের ক্যাশ ভাউচার। এগুলো হচ্ছে ‘বর্ণমালা,’ ‘দূর্বার,’ ‘স্বাধীনতা,’ এবং ‘বিজয়’। ভাউচারগুলোর মূল্য যথাক্রমে ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা ও ৩০০০ টাকা।
খুব অল্প সময়ের জন্য দেওয়া এই অফারের ভাউচার কিনলে ওয়ালেটের সঙ্গে সঙ্গে বোনাস হিসেবে যোগ হয়ে যাবে সমপরিমাণ টাকা। উপভোগ করা যাবে বরাবরের মতো বইমেলার সাধারণ ২৫% ছাড়। কোনো কোনো ক্ষেত্রে এ হার আরো বেশি। ভাউচারের সঙ্গে আছে অনেক গিফট, যেমন কলম, ব্রেসলেট, পোলো শার্ট এবং শাল, চাদর।
এ ব্যাপারে বইবাজার ডটকম-এর প্রধান সমন্বয়ক মো. ইকরাম বলেন, ‘বইমেলা ২০২০ উপলক্ষে বইবাজার ডটকম কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই মানুষ বেশি বেশি বই পড়ুক। যেখানেই থাকুক, বই পৌঁছে যাক। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বইমেলার সম্পূর্ণ আমেজ দেওয়ার চেষ্টা থাকবে এবারের বইবাজার ডটকমের ভার্চুয়াল বইমেলায়। ভাউচারের সঙ্গে আমরা দিচ্ছি অনেক অনেক গিফট। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থাকবে। হবে লেখক, পাঠক, প্রকাশক লাইভ আড্ডা, বই রিভিউ ইত্যাদি। বইয়ের উৎসব আমরা ছড়িয়ে দিতে চাই বছরজুড়ে সারা দেশে।’
বেশ সাড়া ফেলে দেওয়া ১০০% ক্যাশব্যাক ভাউচার অফার নিয়ে পাঠক প্রতিক্রিয়া দেখা যায় তাঁদের ফেসবুক পেজে। সেখানে অন্তর খান নামে এক পাঠক মন্তব্য করেন, "ডিসকাউন্ট, গিফট, ক্যাশব্যাক—সব মিলিয়ে পাঠকদের জন্য এটি একটি বিশাল অফার। তাই দেরি না করে কিনে ফেললাম বিজয় নামের ৩,০০০ টাকার ক্যাশব্যাক ভাউচার।”
অন্যান্য বছরের বইমেলার মতোই এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা ফেব্রুয়ারি মাসজুড়ে চলার পাশাপাশি অনলাইনেও চলবে বেশ জোরেশোরে। অনলাইনজুড়ে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বই বিক্রির জন্য বিভিন্ন অফার জানান দিচ্ছে পাঠকদের জন্য বছরের সেরা উৎসবের আগমনী বার্তা।