বিচ্ছেদের ১৮ বছর পর শাহিদ-কারিনার আলিঙ্গন!

কথা বলা তো দূরে, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল তাদের দুজনের। এর পর কেটে গেছে ১৮ বছর। যে যার সংসারে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। বলছিলাম ইমতিয়াজ আলির ‘জাব উই মেট’ সিনেমার নায়ক-নায়িকা শাহিদ কাপুর আর কারিনা কাপুরের কথা।
দুজনের প্রেম নিয়ে বেশ চর্চা ছিল বিটাউনে। সালটা তখন ২০০৭। তাদের প্রেম ভাঙার খবরে তোলপাড় বলিউড! কারণ তার ঠিক মাসখানেক আগেই এই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়ে পড়েছিল।
এবার সেই পুরনো ‘ক্ষত’, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নিলেন কারিনা কাপুর। যে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা।
সম্প্রতি জয়পুরে আইফা পুরস্কারের লাল গালিচায় প্রাক্তন বলিউড জুটি শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখা গেছে হাসিখুশি মেজাজে। উপস্থিত অতিথি, তারকা এবং সাংবাদিকদের সামনেই প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরলেন কারিনা। আসলে মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতেই উঠেছিলেন শাহিদ-কারিনা।
তার ফাঁকেই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে কথা বলে জড়িয়ে ধরলেন কারিনা। সেই মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল।