আইসিএসবির গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ৩২ প্রতিষ্ঠান

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ষষ্ঠ জাতীয় করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার গ্র্যান্ড বলরুমে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রদত্ত অ্যাওয়ার্ড করপোরেট সুশাসন মানদণ্ডে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের অধীনে তালিকাভুক্ত সব কোম্পানির মধ্যে ১১টি ক্যাটাগরিতে মোট ৩২টি কোম্পানিকে সুশাসন প্রতিপালনের জন্য স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম।
ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করে।
একইভাবে নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করে।
বীমা কোম্পানির ক্যাটাগরিতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক নিশ্চিত করেছে।
ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি ক্যাটাগরিতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড যৌথভাবে রৌপ্যপদক নিশ্চিত করে।
একইভাবে টেক্সটাইল ও আরএমজি কোম্পানি ক্যাটাগরিতে মতিন স্পিনিং মিলস লিমিটেড স্বর্ণপদক এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ও শাশা ডেনিম লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করে।
ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বর্ণপদক এবং জেমিনি সি ফুড লিমিটেড ও আমান ফিড লিমিটেড যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জপদক অর্জন করে।
আইটি এবং টেলিকম কোম্পানি ক্যাটাগরিতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড স্বর্ণপদক এবং গ্রামীণফোন লিমিটেড ও বিডিকম অনলাইন লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করে।
ইঞ্জিনিয়ারিং কোম্পানি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। বিএসআরএম স্টিল লিমিটেড ও বিবিএস কেবলস লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করে।
ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্যাটাগরিতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করে।
ফুয়েল অ্যান্ড পাওয়ার কোম্পানি ক্যাটাগরিতে এমজেএল বাংলাদেশ লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জপদক অর্জন করে।
সার্ভিস কোম্পানি ক্যাটাগরিতে ইস্টার্ন হাউজিং স্বর্ণপদক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড রৌপ্যপদক অর্জন করে।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ বলেছেন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এখন সময়ের চাহিদা। একটি কোম্পানির টেকসই উন্নয়ন ও শেয়ার ভ্যালু বৃদ্ধিকরণের জন্য ওই কোম্পানির কর্মরত সব ব্যক্তির আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। সুশাসনের অনুশীলন কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এবং সর্বোপরি ব্যবসার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সহায়তা করে। করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ প্রণয়ন বিএসইসির একটি বলিষ্ঠ এবং সময়োপযোগী পদক্ষেপ, যা নিশ্চিতভাবে আগামী দিনগুলোতে কোম্পানির করপোরেট সুশাসনের উন্নয়নে সহায়তা করবে।