আবারো কমেছে সোনার দাম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/21/gold-1.jpg)
আবারো কমেছে সোনার দাম। এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। আজ শুক্রবার দুপুর থেকেই সারাদেশে কার্যকর হয়েছে নতুন দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের ১৩ তারিখে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম তিন হাজার ৫০০ টাকা কমিয়ে করা হয় ৭৩ হাজার ৭১৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত কয়েক মাসে দফায় দফায় বেড়ে খাঁটি সোনার ভরি ৭৮ হাজার টাকা ছাড়ায়।
গত প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে দাম কমানো হচ্ছে বলে জানায় বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি পড়বে ৬৯ হাজার ১০০ টাকা। ১৮ ক্যারেট মানের সোনার ভরি ৬০ হাজার ৩৬১ টাকা, সনাতনী সোনার প্রতি ভরির নতুন দাম ৫০ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রুপা বিক্রি হবে আগের দাম ৯৩৩ টাকা ভরি।
চলতি বছরের প্রথম প্রায় আট মাস দাম ওঠানামার মধ্যে বেশ অস্থির সময় পার করেছে দেশের সোনার বাজার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে মোট সাতবার বাড়ানো হয় সোনার দাম। এর মধ্যে টানা চারবার বাড়ে মূল্যবান এই ধাতুর দাম। আর দামের বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তিনবার কমানো হল সোনার মূল্য।