আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আজ থেকে আরও এক মাস বাড়ানো হয়েছে। নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ দপ্তর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এবার করোনা পরিস্থিতির কারণে এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে। করোনার কারণে বহু করদাতার আয় কমেছে। ফলে, নির্ধারিত সময় শেষের দিকেও তাঁরা রিটার্ন দিতে আগ্রহ দেখাননি। তাঁদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া কোভিড মহামারির কারণে গত বছরের মতো এবারও আয়কর মেলা বাতিল করেছে এনবিআর।
গত অর্থবছরে ৬০ লাখ করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) মধ্যে প্রায় ২৪ লাখ তাদের আয়কর জমা দিয়েছেন।