চলতি অর্থবছরে ২৬ লাখের বেশি ই-রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান
আগামী বছর থেকে ব্যবসায়ীদের জন্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি জানান, চলতি অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের জন্য ‘ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধন অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে আমরা ভ্যাটের অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করব। আজও বোর্ডে একটি সভা করেছি এবং নির্দেশনা দিয়েছি যে আমরা পারতপক্ষে পেপার রিটার্ন নেব না। কারণ এতে অনেক ধরনের ঝামেলা হয়।
অনলাইন রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে অর্থ সাশ্রয় সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ভ্যাট রিটার্ন প্রক্রিয়াটি সহজ। ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন জমা দিতে গিয়ে যানবাহন ব্যবহারের ফলে যে জ্বালানি পোড়ে, তা রেমিট্যান্সের অর্থ দিয়ে কিনতে হয়। অনলাইন পদ্ধতিতে এই অপচয় রোধ করা সম্ভব।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। এক দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। রিটার্ন জমার সময় আর বাড়বে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় বাড়ানোর বিষয়টি এখনই বলা যাবে না, পরিস্থিতি বুঝে সরকার পরে তা বিবেচনা করতে পারে।
ডিআরইউ-এর এই উদ্যোগের প্রশংসা করে আবদুর রহমান বলেন, অনলাইনে কর দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। সঠিক তথ্য দিলে কোনো সমস্যা হবে না, তবে ভুল তথ্য বা হিসাবের গরমিলের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই পড়বে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকরা দেশপ্রেমের জায়গা থেকেই কর দিতে চান। কর দেওয়ার ক্ষেত্রে যে আতঙ্ক কাজ করে, তা দূর হলে সবাই আরও উৎসাহী হবেন।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এনবিআর অনলাইন ব্যবস্থা চালু করায় রিটার্ন দাখিল প্রক্রিয়া অনেক সহজ হয়েছে।
অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল জানান, সদস্যদের সুবিধার্থে প্রথমবারের মতো এই সাপোর্টিং বুথ চালু করা হয়েছে, যেখানে আয়কর আইনজীবী ও উপদেষ্টারা সেবা দিচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও আয়কর উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এস এম সাকিল আহমাদ, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মিয়া হোসেন এবং ডিআরইউ-এর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক