ছাগলকাণ্ডের সেই মতিউরের স্ত্রীর ব্যাংক লকার তল্লাশির নির্দেশ
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে শাহজালাল ইসলামী ব্যাংকে থাকা দুটি লকার তল্লাশির অনুমতি দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে থাকা লায়লা কানিজের লকার দুটি তল্লাশির অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, লায়লা কানিজ ও তার স্বামী মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল এবং অসাধু উপায়ে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে।
তদন্তকালে নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, রাজধানীর শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারে লায়লা কানিজের নামে দুটি লকার রয়েছে। সুষ্ঠু তদন্ত ও অবৈধ সম্পদের সন্ধানে ওই লকারগুলো তল্লাশি করা জরুরি।

আদালত প্রতিবেদক