আমদানি পর্যায়ের আয়কর এখন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে ই-রিটার্নে
আমদানিকারকদের ভোগান্তি কমাতে আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১৮ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মের কার্যকর সংযোগ আজ থেকেই চালু হয়েছে। এর ফলে এখন থেকে আমদানিকারক করদাতারা যখন অনলাইনে ই-রিটার্ন দাখিল করবেন, তখন সংশ্লিষ্ট আয়বছরের প্রতিটি ‘বিল অব এন্ট্রির’ বিপরীতে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সেখানে প্রদর্শিত হবে। আমদানিকারকদের জন্য এটি একটি বড় স্বস্তি, কারণ আগে এই ক্রেডিট পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা ও নানা প্রক্রিয়া অনুসরণ করতে হতো।
এনবিআর জানিয়েছে, নতুন এই ব্যবস্থার ফলে আমদানিকারক যখন তার ব্যবসার আয় সংক্রান্ত তথ্য ই-রিটার্নে এন্ট্রি দেবেন, তখন পরিশোধিত অগ্রিম আয়কর স্বয়ংক্রিয়ভাবে তার মোট প্রদেয় কর থেকে বাদ যাবে। এরপর নিট পরিশোধযোগ্য করের অঙ্ক সিস্টেম নিজেই নির্ধারণ করে দেবে। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করার পর থেকে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা রেজিস্ট্রেশন করেছেন। প্রায় ৩৩ লাখ করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন। এমনকি যাদের জন্য এটি বাধ্যতামূলক নয়, তারাও অনলাইন সিস্টেমের সহজলভ্যতার কারণে স্বতঃস্ফূর্তভাবে ই-রিটার্ন জমা দিচ্ছেন।
এ বছর প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন। এনবিআরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় চার হাজার প্রবাসী করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন। অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো প্রকার কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন হয় না, যা পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করেছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব ব্যক্তি করদাতাকে এই ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআর বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক