লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড
বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনকে (৩২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেউলার চর এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিণঝিরি এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেউলার চর এলাকায় নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, নদী ভাঙন রোধ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, সাজা ঘোষণার পর শাহাদাত হোসেনকে পুলিশি পাহারায় থানায় আনা হয়েছে। তাকে বান্দরবান জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)