রাগ-ক্ষোভ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পার্থ
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে ভোলার জনগণের খেদমত করার দায়িত্ব দিয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর তাঁরই সুযোগ্য সন্তান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন নির্বাচনে ভোলায় আমাকে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই দেশ গড়তে সব রাগ-ক্ষোভ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচনি প্রচারণায় এক পথসভায় এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ শনিবার (২৪ জানুয়ারি) তিনি ঢাকা থেকে সড়কপথে ভোলায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে বিকেলে শহরের নতুন বাজারস্থ বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য দেন।
এর আগে ভোলা খেয়াঘাট থেকে উকিলপাড়া নিজ বাসভবনে যাওয়ার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা ফুল ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় স্থানীয় নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রতিপক্ষসহ অন্যান্য দলের প্রার্থীদের নির্বিঘ্নে নির্বাচনি প্রচারণা চালাতে নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশনা দেন। আন্দালিভ রহমান পার্থ বলেন, ভোলাকে সিঙ্গাপুর নয়, তবে ভোলার জনগণের সহযোগিতা পেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও শালিসের নামে টাকা আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন তিনি এবং ভোলাকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

আফজাল হোসেন, ভোলা