নোয়াখালীতে জামায়াত আমিরের জনসভা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ
নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে এই জনসভা শুরু হয়। এতে বক্তব্য দিচ্ছেন স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সভাস্থল। তিল ধারণের ঠাঁই নেই জিলা স্কুল মাঠে।
নোয়াখালী জেলা জামায়াত আমির বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ জনসভায় বক্তব্য দেবেন। এরপর লক্ষ্মীপুর, বিকেলে কুমিল্লার লাকসাম ও সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
আমিরের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নোয়াখালীর ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা সমাবেশে উপস্থিত রয়েছেন। ভোররাত থেকে ৯ উপজেলার নেতাকর্মীরা জিলা স্কুল মাঠে আসতে শুরু করেন।
এখানে চার আসনে জামায়াত এবং দুই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিয়ে ভোট যুদ্ধে নেমেছে জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনি জোট।
জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার সমাবেশে এক ঘোষণায় বলেন, এ জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। শহরের বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

নিজস্ব প্রতিবেদক