নেশার টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের কারাদণ্ড
নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মারধর করে বসতবাড়িতে আগুন দেয় ছেলে। এ ঘটনায় বাবার অভিযোগে একমাত্র ছেলে রহমত আলীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রহমত আলীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
রহমত আলী উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬নং ওয়ার্ডের আমিনুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মারধর করে গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে আগুন দেয় রহমত আলী। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আজ সকালে রহমত আলীর বাবা আমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বরাবর অভিযোগ করেন। পরে দুপুরে পুলিশ এসে তাকে আটক করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় তাকে। বিচারক শামীম মিঞার কাছে মা-বাবাকে মারধর, নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন রহমত আলী। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, সাজাপ্রাপ্ত রহমত আলীকে জেলহাজতে হয়ে হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, মা-বাবার অভিযোগ এবং মাদকাসক্ত রহমত আলী দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

হাসান মাহমুদ, লালমনিরহাট (কালীগঞ্জ-হাতীবান্ধা)