ফুটবলারকে ব্ল্যাকমেইলের চেষ্টা, উল্টো সাজা পেলেন নারী
দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিনকে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক নারীকে চার বছরের কারাদণ্ড দিয়েছে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। ইয়েং নামে পরিচিত সেই নারীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০২৪ সালে সনের কাছে একটি আল্ট্রাসাউন্ডের ছবি পাঠান এবং সেটিকে তার অনাগত সন্তান বলে দাবি করেন। বিষয়টি গোপন রাখার শর্তে তিনি সনের কাছ থেকে ৩০০ মিলিয়ন ওন (যা প্রায় ২ লাখ ৪ হাজার মার্কিন ডলারের সমতুল্য) চাঁদাবাজি করেন। খবর ইউএনবির।
আদালতের রায়ে বলা হয়েছে, ‘গর্ভের সন্তান কার, তা নিশ্চিত না হয়েও ওই নারী সনের কাছে মিথ্যা দাবি"করেছিলেন। পরে তিনি ইয়ং নামে এক পুরুষের সঙ্গে ষড়যন্ত্র করে সনের কাছ থেকে আরও অর্থ আদায়ের চেষ্টা করেন।’ ইয়াং চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করলেও তার ষড়যন্ত্রকারী সহযোগী ইয়ং নিজের দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করার কারণে ইয়ংকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৩ বছর বয়সী সন হিউং-মিনকে এশিয়ার অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে এক দশক কাটানোর পর দক্ষিণ কোরিয়ান এই তারকা গত আগস্টে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি-তে যোগ দেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, এই নারী ও পুরুষকে গত বছর জুনে (যখন সন টটেনহ্যামে ছিলেন) ব্ল্যাকমেইল চেষ্টার সন্দেহে আটক করা হয়েছিল।

স্পোর্টস ডেস্ক