জাতীয় টেনিসে নতুন চ্যাম্পিয়ন জারিফ-সুমাইয়া
জাতীয় টেনিস প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ আবরার ও সুমাইয়া আক্তার। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেককে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন রুস্তম-মিলন জুটি। ফাইনালে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার...
সর্বাধিক ক্লিক