শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষমেলা
শেরপুরে বসেছিল শত বছরের ঐতিহ্যবাহী পৌষমেলা। পৌরসভার নবীনগর মহল্লার রোয়া বিলে মেলা দেখতে জড়ো হয়েছিল হাজারো মানুষ।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) মেলা ঘুরে দেখা যায়, গ্রামীণ ঐতিহ্যবাহী মুড়-মুড়কি, মোয়া, নিমকি, গজা, কলাই, বাদাম, কটকটি, তিলের খাজাসহ নানা ধরনের খাবার, প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা, নারীদের বিভিন্ন প্রসাধন সামগ্রী এবং গৃহস্থালি পণ্যের পসরা বসেছে।
এ ছাড়া ঘোড়দৌড়, সাইকেল রেস, গাঙ্গি খেলা ও নারীদের মিউজিক্যাল চেয়ারসহ গ্রামীণ বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেলায়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
এই মেলায় ঘোড়দৌড় ও গাঙ্গি খেলা সবচেয়ে জনপ্রিয়। এই খেলা দেখতে অনেক মানুষ ভিড় জমায়। মেলাকে ঘিরে শেরপুর শহরের নবীনগরসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের দাবি, প্রায় শত বছরেরও বেশি সময় ধরে নবীনগর এলাকায় এ মেলা হয়ে আসছে। পূর্বপুরুষদের ধারাবাহিকতা বজায় রেখেছেন তারাও। প্রতিবছর বোরো আবাদের আগেই মেলার আয়োজন করা হয়।
মেলার আশপাশের স্থানীয় গ্রামবাসীর ঘরে ঘরে চলে নতুন আমন ধানের চালের পিঠা-পায়েশ খাওয়ার উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতি বাড়িতেই দূর-দূরান্তের আত্মীয়স্বজনরা ছুটে আসে পিঠা খেতে এবং মেলা দেখতে।

কাকন রেজা, শেরপুর