হাদির মৃত্যুতে শেরপুরে বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা নাগরিক পার্টি (এনসিপি)। এসময় তারা হাদির খুনিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও নাগরিকদের নিরাপত্তা জোরদার করার দাবিও জানান।
বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে শেরপুর পৌর শহরের শহীদ স্কয়ারে হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন। এবং ওসমান হাদির স্বপ্ন পূরণে শেষ রক্তবিন্দু অব্দি রাজপথে থাকার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তান্না ইসলাম, সদস্য সচিব নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, জেলার মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, জুলাই যোদ্ধা মনিবুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনতা।
নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান বলেন, “হাদি ভাইয়ের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হাদি ভাই যে লড়াই করে গেছেন, সেই লড়াই চলমান থাকবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই আন্দোলন চলবে।”
এ সময় তিনি হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।

কাকন রেজা, শেরপুর