যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা হাত-পা উদ্ধার
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আনিস নামের এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত আনিসের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে বায়েজিদ এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় হাত ও পায়ের অংশগুলো উদ্ধার করা হয়। এরপর আজ শুক্রবার ওই যুবকের দেহের আরও কিছু অংশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে দেখা গেছে, উদ্ধারকৃত হাত ও পায়ের রগ কাটা ছিল।
পুলিশের ধারণা, নিহত আনিস রাউজান থেকে তার পূর্বপরিচিত একজনের বাসায় বেড়াতে এসে এই হত্যাকাণ্ডের শিকার হন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, হত্যাকাণ্ডটি কয়েক দিন আগেই সংঘটিত হয়েছে। পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে এই নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি জাহিদুল কবীর আরও জানান, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে নিহতের খণ্ডিত দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের বাকি অংশগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। দেহের অবশিষ্টাংশ উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম